১. সরকারি পাওনা আদায়;
২. সাধারণ ও সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়;
৩. সরকারি স্বার্থ রক্ষা তথা সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ;
৪. অনলাইনে নামজারী ও জমা-খারিজের আবেদনগ্রহণ, শুনানি, আদেশপ্রদান;
৫, ইজারাকৃত অর্পিত অনাগরিক সম্পদের ইজারাফি আদায়;
৬. হাটবাজার পেরিফেরিকরণ ও জলমহাল ইজারা প্রদান;
৭. বিভিন্ন ধরনের প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন প্রদান;
৮. নাগরিকের দাখিলকৃত বিভিন্ন ধরনের আবেদন এর শুনানি গ্রহণ ও নিষ্পত্তিকরণ;
৯.বালুমহাল ব্যবস্থাপনা;
১০. ইটভাটা, করাতকল স্থাপন সংক্রান্ত কার্যক্রম;
১১. সরকার নির্ধারিত বিভিন্ন কাযর্ক্রম গ্রহণ;
১২. দেওয়ানি মামলা সমূহের দফাওয়ারি জবাব প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস